আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?
বর্তমান সময়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি । কেননা বর্তমান সময়ে এই প্রজন্মের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল রিজিক নিয়ে |
যার কারণে তারা দিন রাত শুধু রিজিক নিয়ে ভাবতে থাকে | তবুও এর মাঝে যখন আমরা অনেক ভবিষ্যৎপরিকল্পনা করতে থাকি ঠিক ওই মুহূর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না |
তাই আমাদের যেকোনো একটি দিক বা পথ বেছে নিতে হবে এবং সে পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে আর লক্ষ ঠিক রাখতে হবে |
কেননা একটি সঠিক সিদ্ধান্ত পারে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে | কারন আমি আমার জীবন থেকে বুঝলাম যে লক্ষ হীন জীবন মাঝি হীন নৌকার মত |
এখন প্রশ্ন হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
চলার পথে যখন নিজেকে বুঝলাম ঠিক তখন আমিও আপনাদের মত অনেক ছোটা ছুটি করেছি | কিন্তু সঠিক কোন পরামর্শ দাতা না পাবার কারনে ঠিক করতে পারছিলাম না কি করবো |
এমন অবস্থাই আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর "ORDINARY IT" নির্ধারণ করি | মাত্র কিছুদিন হল , এই সেক্টর এ পা রাখছি , বলতে পারেন একদম নতুন আমি |
ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক দুনিয়া যেটাকে আপনি খুজতে আসলে নিজে ডুবে যাবেন |ছোট কথাই "খড়ের গাঁদার মধ্যে সুচ খুঁজে বের করার মত অবস্থা" |
আপনারা অনেকে বলবেন যে এত এত কাজ থাকতে আমি কেন এই কঠিন জগতে পা দিলাম | শোনেন , এই জগতে যেমন পরিশ্রম আছে ঠিক তেমনই ব্যাগ ভর্তি টাকাও আছে | আর সেটা তখন সম্ভব যখন আপনি আপনার দিন রাত সমান করে শুধু এটার সাথে লেগে থাকবেন মন প্রান দিয়ে |
তাই আমি এই লক্ষ স্থির করেছি যে , যত যাই হয়ে যাক না কেন, যদি আমি অতল গভীরেও হারিয়ে যাই না কেন, সাঁতার কেটে আমার জয় আমি নিশ্চিত করবই করবো | ইন-শা -আল্লাহ্


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url