OrdinaryITPostAd

আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?

বর্তমান সময়ে  ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি । কেননা বর্তমান সময়ে এই প্রজন্মের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল রিজিক নিয়ে |

যার কারণে তারা দিন রাত শুধু রিজিক নিয়ে ভাবতে থাকে | তবুও এর মাঝে যখন আমরা অনেক ভবিষ্যৎপরিকল্পনা করতে থাকি ঠিক ওই মুহূর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না | 

তাই আমাদের যেকোনো একটি দিক বা পথ বেছে নিতে হবে এবং সে পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে আর লক্ষ ঠিক রাখতে হবে | 

কেননা একটি সঠিক সিদ্ধান্ত পারে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে | কারন আমি আমার জীবন থেকে বুঝলাম যে লক্ষ হীন জীবন মাঝি হীন নৌকার মত | 

এখন প্রশ্ন হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

চলার পথে যখন নিজেকে বুঝলাম ঠিক তখন আমিও আপনাদের মত অনেক ছোটা ছুটি করেছি | কিন্তু সঠিক কোন পরামর্শ দাতা না পাবার কারনে ঠিক করতে পারছিলাম না কি করবো |  

এমন অবস্থাই আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর "ORDINARY IT" নির্ধারণ করি | মাত্র কিছুদিন হল , এই সেক্টর এ পা রাখছি , বলতে পারেন একদম নতুন আমি | 

ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক দুনিয়া যেটাকে আপনি খুজতে আসলে নিজে ডুবে যাবেন |ছোট কথাই "খড়ের গাঁদার মধ্যে সুচ খুঁজে বের করার মত অবস্থা" |

আপনারা অনেকে বলবেন যে এত এত কাজ থাকতে আমি কেন এই কঠিন জগতে পা দিলাম | শোনেন , এই জগতে যেমন পরিশ্রম আছে ঠিক তেমনই ব্যাগ ভর্তি টাকাও আছে | আর সেটা তখন সম্ভব যখন আপনি আপনার দিন রাত সমান করে শুধু এটার সাথে লেগে থাকবেন মন প্রান দিয়ে | 

তাই আমি এই লক্ষ স্থির করেছি যে , যত যাই হয়ে যাক না কেন, যদি আমি অতল গভীরেও হারিয়ে যাই না কেন, সাঁতার কেটে  আমার জয় আমি নিশ্চিত করবই করবো | ইন-শা -আল্লাহ্‌  





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪